সাম্প্রতিক

উত্তর কোরিয়ার অজানা দিক

সাম্প্রতিক শুক্রবার, ০২ আগস্ট ২০১৯ ০৫:০০:১০

রহস্যময় দেশ উত্তর কোরিয়া। কোরিয়া উপদ্বীপের এই বেয়াড়া রাষ্ট্রটি সময়ে সময়ে দখল করে নিচ্ছে আলোচনার টেবিল। দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্ববাসী খুব কম জানলেও আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার পরিচয় নিখাদ এক পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে। ক্রমাগত মিসাইল ছুঁড়ার হুমকি ধামকি আর তাদের নেতা কিম জং উনের উদ্ভ্রান্ত আচরণ উত্তর কোরিয়াকে পরিণত করেছে সাধারণের আগ্রহের বিষয়বস্তু। দেশটি সম্পর্কে অজানা কিছু তথ্য নিয়েই ঘটনার আজকের ফিচার।

দক্ষিণ কোরীয়দের চেয়ে ২ ইঞ্চি কম উচ্চতার মানুষ  উত্তর কোরিয়রা!

২০১৩ সালে ইউএসএ টুডের এক প্রতিবেদনে দেখানো হয় কোরিয়া যুদ্ধে যেসব উত্তরের অধিবাসীরা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যায় পরবর্তীতে তাদের জন্ম নেয়া সন্তানরা দক্ষিণ কোরীয়দের চেয়ে উচ্চতায় ২ ইঞ্চি কম হারে জন্মগ্রহণ করছে।

উত্তর কোরিয়ার নাগরিকদের কোন ট্যাক্স দিতে হয়না

উত্তর কোরিয়া পৃথিবীর দুর্লভ দেশগুলোর একটি যেখানে নাগরিকদের কোন কর দিতে হয়না। ১৯৭৪ সালে ওল্ড ওয়ার এর অংশ হিসেবে কর ব্যবস্থা বাতিল করে দেয়া হয়। তবে কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ যারা কিনা দেশের বাইরে থেকে অর্থ উপার্জন করে নিয়ে আসে তাদের উপর কর ব্যবস্থা চালু আছে। তবে ইদানিং শুনা যাচ্ছে যে, খুব শীঘ্রই হয়তো সর্বস্তরে কর আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সামুদ্রিক মাছ রপ্তানিতে উত্তর কোরিয়া শীর্ষের কাতারে

উত্তর কোরিয়ার প্রধান রপ্তানি বাজার হচ্ছে প্রতিবেশী দেশ চীন। দেশের রপ্তানিজাত পণ্যের শতকরা ৬০ ভাগ চীনে রপ্তানি করা হয়। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সমুদ্রজাত খাদ্য তাদের রপ্তানিজাত পণ্যের মূল স্তম্ভ। বর্তমানে সামুদ্রিক মাছ রপ্তানিতে উত্তর কোরিয়া শীর্ষ ২০ দেশের মাঝে অবস্থান করছে।

দক্ষিণ কোরিয়া সীমান্তে উত্তরের রয়েছে এক প্রোপাগাণ্ডা গ্রাম!

চিরশত্রু দক্ষিণ কোরিয়া যখন তরতর করে এগিয়ে চলছে সমৃদ্ধির পথে বিপরীতে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান অধঃপতন আর অস্থিরতা যেন বেড়েই চলেছে। এই অবস্থায় শত্রুদের উত্তর কোরিয়া সম্পর্কে ইতিবাচক বার্তা দিতে উত্তরের প্রশাসনের আছে এক বিশেষ প্রোপাগান্ডা গ্রাম। দক্ষিণ কোরীয়রা যাতে উত্তরের নাজুক অবস্থা টের না পেতে পারে সেজন্য সীমান্তে উত্তর কোরিয়ার রয়েছে  কিজং দং নামের এক গ্রাম যেখানে দেখানো হয় উন্নত বিশ্বের মত এখানেও আছে সব আধুনিক ব্যবস্থা। দালানগুলো সুগঠিত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সেনাদের নিয়মিত টহল। কিন্তু প্রকৃতপক্ষে এই গ্রাম উত্তর কোরিয়ার প্রকৃত অবস্থা আড়াল করতে পারেনি। খুব দ্রুতই দক্ষিণ কোরিয়ার কাছে বিষয়টি ধরা পড়ে।

পুরুষ ও নারী উভয়ের জন্যই সামরিক সেবা দেয়া বাধ্যতামূলক

নিজেদের অর্থনীতি এবং জনগণের জীবনমান নিয়ে না ভাবলেও উত্তর কোরিয়া কঠোরভাবে নিজ রাষ্ট্রকে সামরিকায়ণ করতে বেশ আগ্রহী। তাদের সেই উচ্চাভিলাষী নীতির কারণে পারমাণবিক অস্ত্র আছে এমন দেশগুলোর এলিট ক্লাবে তারা অনেক আগেই নাম লিখিয়েছে। উচ্চাকাঙ্খী সামরিক নীতির মূল্য সাধারণ জনগণকেই পোহাতে হয়। একজন পুরুষ ১৮ বছর বয়সে পা দিলেই তাকে ১৩ বছরের জন্য দেশের সামরিক খাতে একজন সৈনিক হিসেবে বাধ্যতামূলক সেবা দিতে হয়। রক্ষে নেই নারীদেরও। ২০১৫ সাল থেকে নারীরাও এই বিশেষ শর্তের আওতাধীন হয়ে আসছে।

ইন্টারনেট নিষিদ্ধ

উত্তর কোরিয়া এমনই এক সর্বগ্রাসী রাষ্ট্র যেটি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এক ধরণের যুদ্ধ ঘোষণা করে বসে আছে। মৌলিক চাহিদা তো নয়ই অন্যান্য চাহিদা পূরণ করতে গেলে গোয়েন্দাদের নজরদারিতে পড়তে হয়৷ পৃথিবীজোড়া যেখানে ইন্টারনেটের জয়রথ সেখানে উত্তর কোরিয়ায় ইন্টারনেট নিষিদ্ধ। অভিজাতদের মধ্যে কেউ কেউ ইন্টারনেট এক্সেস পেলেও সেখানে রয়েছে গোয়েন্দাদের কঠোর খবরদারি।  

বিশ্বের উন্মুক্ত কারাগার উত্তর কোরিয়া

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ব্রাড এডামস উত্তর কোরিয়াকে পৃথিবীর উন্মুক্ত কারাগার বলে মন্তব্য করেছেন। দেশটিতে সামান্য অপরাধে জেল জরিমানা মৃত্যুদণ্ড হয়ে থাকে। অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি তার পরিবারকেও শাস্তি ভোগ করতে হয়। দক্ষিণ কোরিয়ার নাটক সিনেমা দেখলে বন্দিত্বের কবলে পড়তে হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে উত্তর কোরিয়ায় প্রায় সোয়া লাখ নাগরিক এখনো কারাবন্দী হয়ে আছেন।


স্বৈরাচারী কিম পরিবারের হাতে সবসময় উত্তর কোরিয়ার ভাগ্য ঝুলে থাকে। দেশের নাগরিকদের তুচ্ছ জ্ঞান করে সর্বেসর্বা হয়ে উঠা বিপজ্জনক কিম জন উন এখন তাদের সুপ্রিম লিডার। খুব বড় পরিবর্তন না হলে এই কিম পরিবারের হাতেই উত্তর কোরিয়ার ভবিষ্যৎ। সহসাই দেশটির নাগরিকরা এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারছে না।

তথ্যসূত্র

https://www.bbc.com/bengali/amp/news-44433973

https://www.google.com/amp/s/brightside.me/wonder-places/13-unexpected-facts-about-north-korea-that-you-had-no-idea-about-397860/amp/

https://www.google.com/amp/s/www.independent.co.uk/news/world/asia/15-fascinating-facts-about-north-korea-a7195656.html%3famp

লেখকঃ উবায়দুর রহমান রাজু