খেলাধুলা

টেস্ট ক্রিকেটে এক নাম্বার বোলার হিসেবে দীর্ঘ সময় রাজত্ব করা পাচঁজন বোলার

খেলাধুলা সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ০২:১১:১৮

প্রায় প্রত্যেক সময় আমরা ব্যাটসম্যানদের নিয়ে কথা বললেও বোলারদের নিয়ে তেমন একটা আলোচনা করি না। ব্যাটসম্যানদের আড়ালে ঢাকা পড়ে বোলারদের নৈপুণ্য।

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টুয়েন্টিতে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দেখিয়ে যান তাদের বোলিং নৈপুণ্য। প্রিয় পাঠক নিশ্চই বুঝে গেছেন আজকের আলোচনা কি নিয়ে হবে! হ্যাঁ,  টেস্টে দীর্ঘসময় ধরে রাজত্ব করা ১ নাম্বার বোলারদের নিয়েই আমাদের এই আয়োজন সাজানো হয়েছে।

৫.রবিচন্দ্রন আশ্বিন ( ২০১৫-২০১৭) :

টেস্টে দ্বিতীয় দ্রুত২০০ উইকেট শিকারী, প্রথম দ্রুত ২৫০ ও ৩০০ উইকেট শিকারী হলেন ভারতের এই স্পিনার। গতকয়েক বছরে তিনি গড়েছেন অসংখ্য  অনেক নতুন কীর্তি । তিনি দীর্ঘসময় ধরে ভারতীয় দলে প্রধান স্পিনার হিসেবে খেলছেন। প্রকৃতপক্ষে, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টেস্টের এক নাম্বার বোলিং র্যাংকিংয়ের খুব কাছাকাছি ছিলেন রবি আশ্বিন।

তামিলনাড়ুতে জন্ম নেওয়া এই ক্রিকেটার  আইসিসি টেস্ট র্যাংকিংয়ের এক নাম্বার বোলার হিসেবে ২০১৫ ও ২০১৬ সাল শেষ করেছিলেন। ২০১৭ সালে রবীচন্দ্রন আশ্বিনকে টপকে  ভারতের আরেকজন স্পিনার রবীন্দ্র জাদেজা টেস্টের সেরা বোলার হিসেবে এক নাম্বার জায়গা দখল করেন।

ভারতের অন্যতম এই অফ স্পিনার  বেশিদিন এক নাম্বার অবস্থানে টিকতে পারেন নি কারণ সে বছর ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস এন্ডারসন শীর্ষস্থান দখল করেন।
আশ্বিন তার দিনে তিনি একাই প্রতিপক্ষের শিবির ধ্বংসস্তুপে পরিণত করতে পারেন । পাশাপাশি নিজের মাঠে তার বোলিং নৈপুণ্যে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দেন।


৪. শেন ওয়ার্ন ( ১৯৯৪,১৯৯৫ ও ২০০৫) :

শ্রীলঙ্কান লেগি বোলার মুত্তিয়া মুরালিধরনের সাথে শুধুমাত্র একজন লেগি বোলারের তুলনা চলে, আর তিনি হলেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন। যদি মুত্তিয়া মুরালিধরনকে শীর্ষ স্পিনার বলা হয় তাহলে নির্দ্বিধায় দ্বিতীয় অবস্থানে থাকবেন শেন ওয়ার্ন। অজি সাবেক এই তারকা বোলার  তার অসাধারণ সুইংয়ে স্পিন বোলিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।

ওয়ার্ন তার ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে  ৭০৮টি উইকেট তুলে নেন। মুরালিধরনের পর প্রথম ব্যাক্তি হিসেবে টেস্টে ৭০০ উইকেট স্পর্শ করেন তিনি । ১৯৯৪ ও ১৯৯৫ সালে সেরা বোলার হিসেবে টেস্ট র্যাংকিংয়ে  শীর্ষস্থান দখল করেন ওয়ার্ন। জনপ্রিয় এই লেগি বোলার তার ক্যারিয়ার শুরু হওয়ার অনেক বছর পর ২০০৫ সালে আবারও বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেন।

৩. গ্লেন ম্যাকগ্রা (১৯৯৬,১৯৯৭,২০০১-২০০৪) :

গ্লেন ম্যাকগ্রা হয়তো দ্রুতগতির বোলার ছিলেন না কিন্তু তিনি বোলিংয়ের লাইন ও লেন্থ ঠিক রেখে অসাধারণ বোলিং করতে পারতেন। ব্যাটসম্যানরা তার নিকট থেকে খুব কমই অতিরিক্ত রান পেতো। কৌশলী বোলিংয়ের মাধ্যমে বিশ্বের অনেক ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েছেন এই বোলার।

অজি সাবেক এই ফাস্ট বোলার ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ছিলেন পাশাপাশি  দীর্ঘসময় অস্ট্রেলিয়ান পেইস আক্রমনের অগ্রদূত ছিলেন। গতবছর ইংলিশ ক্রিকেটার জেমস এন্ডারসন ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের  সর্বাধিক উইকেটের মালিক হওয়ার আগ পর্যন্ত  টেস্টে ৫৬৩ উইকেট নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিশ্বের এক নাম্বার ফাস্ট বোলারের তালিকায় ছিলেন গ্লেন ম্যাকগ্রা।

তিনি ১৯৯৬ ও ১৯৯৭ সালে টানা দুইবছর টেস্ট র্যাংকিংয়ের একনাম্বার বোলার হিসেবে ছিলেন। এর তিনবছর পর অর্থাৎ ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা তিন বছর একনাম্বার বোলারের তালিকায় নিজেকে স্থায়ী করেছিলেন ।

২. মুত্তিয়া মুরালিধরন ( ২০০৩,২০০৬ - ২০০৮) :

সম্ভবত কোন একটি রেকর্ড নেই যেটি বোলার হিসেবে মুত্তিয়া মুরালিধরন অর্জন করেন নি! সর্বোচ্চ টেস্ট উইকেট, সর্বাধিক ৫ উইকেট, সর্বাধিক ১০ উইকেট ও টেস্টে  সবচেয়ে বেশি বল করা ছাড়াও এই বোলারের দখলে আরও অনেক কীর্তি আছে। উপরন্তু কোন বোলার তার করা রেকর্ডের ধারে কাছে নেই। প্রায় দুই দশক দীর্ঘায়িত হয় শ্রীলঙ্কান সাবেক এই অফ স্পিনারের ক্রিকেট ক্যারিয়ার।

১৩৩টি টেস্ট ম্যাচ খেলে ২২.৭২ বোলিং গড়ে ৮০০ উইকেটের মালিক হোন এই ক্রিকেটার। এই অফ স্পিনার তার টেস্ট ক্যারিয়ারে ৬৭টি পাচঁ উইকেট এবং ২২টি  দশ উইকেট তুলে নিতে সক্ষম হন । ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এই সময়ে শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রাণভোমরা ছিলেন তিনি। মুরালিধরন ২০০৩ সালে টেস্টের এক নাম্বার বোলার হিসেবে শীর্ষস্থান দখল করেন । এছাড়াও তিনি ২০০৬,২০০৭ এবং ২০০৮ সাল পর্যন্ত  টানা তিন বছর টেস্ট র্যাংকিংয়ের এক নাম্বার বোলার হিসেবে দীর্ঘদিন ছিলেন।

১. ডেল স্টেইন ( ২০০৮ - ২০১৪,২০১৬) :

আধুনিক যুগে যে সকল ফাস্ট বোলাররা তাদের পদচারনায় মুখরিত করেছেন ক্রিকেটঙ্গন তাদের মধ্যে অন্যতম হলেন  ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার বিশ্বক্রিকেটে প্রায় একযুগেরও বেশি সময় দাপটের সঙ্গে নিজের কর্তৃত্ব বজায় রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার যেকোন ক্রিকেটারের চেয়ে টেস্টে সর্বাধিক ৪৩৯টি উইকেট আছে শুধু তারই ।
 সেই সময়ে  দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাবেক এই বোলার। তার ৪৪.৩ বোলিং স্ট্রাইক রেট টেস্টের অন্যতম সেরা বোলিং স্ট্রাইক রেট।  সর্বপ্রথম ২০০৮ সালে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাবেক এই প্রোটিয়া বোলার। সে বছর শ্রীলঙ্কার সাবেক অফ  স্পিনার মুত্তিয়া মুরালিধরনের সাথে এক নাম্বার র্যাংকিং ভাগাভাগি করেন স্পিড স্টার স্টেইন।

২০০৯ সালে বোলারদের টেস্ট র্যাংকিংয়ে  আবারো ১ নাম্বার জায়গা দখল করে নেন এই তারকা বোলার এবং সেটি দীর্ঘায়িত হয় টানা ৬ বছর পর্যন্ত।
অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ছয় বছর এক নাম্বার র্যাংকিংয়ে রাজত্ব করেন তিনি।

 ক্যারিয়ার চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের ইঞ্জুরির কবলে পড়েছিলেন এই দ্রুতগতির বোলার। ২০১৪ সালে ইঞ্জুরির কারণে এক নাম্বার জায়গা হারান তিনি। কিন্তু ইঞ্জুরি কাটিয়ে ২০১৬ সালে আবারও রাজার বেশে এক নাম্বার অবস্থানে ফেরেন ডেল স্টেইন। কাঁধের ইঞ্জুরির কারণে ২০১৬ সালে আবারো ছিটকে যান দল থেকে যার ফলে এক নাম্বার জায়গা হারান এই মেধাবী পেসার।

তথ্য সূত্র : www.crictracker.com
ছবি সূত্র : Getty Image