ওয়ানডে ক্রিকেটের শীর্ষ ১০ ডাক মারা ব্যাটসম্যান
সময় তখন ১৮৬৬ সাল। তখনো পর্যন্ত এ গ্রহে ক্রিকেট নামক কোন খেলার কেতাবি সংস্করণ মাঠে গড়ায়নি। ব্যাটবল নিয়ে অল্পবিস্তর দৌড়াদৌড়িই ছিল তখনো পর্যন্ত সার। এমনি এক সময়ে ইংল্যাণ্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের উপস্থিতিতে একটি স্বল্প পরিসরের ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। আর সেই ম্যাচে একজন ব্যাটসম্যান রানের খাতা খুলার আগেই দুর্ভাগ্যবশত আউট হয়ে যান। ব্যস, রাজা এডওয়ার্ড ব্যাটসম্যানের এহেন কীর্তিকে ব্যাঙ্গার্থে Duck's egg অর্থাৎ হাঁসের ডিম নামে আখ্যায়িত করেন। কালের বিবর্তনে ব্যাটসম্যানদের এই শূন্য রানে আউটের কীর্তি ক্রিকেট ইতিহাসে পরিচিতি পায় ডাক নামে। এই ডাকের রয়েছে আবার বাহারি প্রকার। ক্রিকেট মাঠে মোট ৯ ধরণের ডাকের প্রচলন রয়েছে। নিজের প্রথম বলেই কোন ব্যাটসম্যান যদি শূন্য রানে আউট হয়ে যান তবে সে ডাকের নাম হয় গোল্ডেন ডাক। প্রথম বল মোকাবেলা করার পর দ্বিতীয় বলে শূন্য রানে আউট হলে তাকে বলা হয় সিলভার ডাক। আর এ যাত্রায় তৃতীয় বলে যদি কোন ব্যাটার এমন কর্ম সম্পাদন করে থাকেন তবে তাকে বলা হয় ব্রোঞ্জ ডাক। তবে আমাদের আলোচনায় ডাক এর ব্যবচ্ছেদ না করে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ ১০ ডাক মারা ক্রিকেটারের আদিঅন্ত তুলে ধরব।
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা)
ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি ডাক মারার তালিকায় সবার প্রথমেই আছেন লংকান ধ্রুপদী ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া। তার ওয়ানডে ক্যারিয়ারে মোট ৩৪ টি ডাক মেরেছেন তিনি। এর মধ্যে গোল্ডেন ডাকের সংখ্যা ১০ টি।
শহিদ আফ্রিদি (পাকিস্তান)
এ তালিকায় দ্বিতীয় স্থানেই আছেন বুম বুম খ্যাত পাকিস্তানি হার্ড হিটার শহিদ আফ্রিদি। তার ওয়ানডে ক্যারিয়ারে মোট ডাকের সংখ্যা ৩০ টি। যেখানে তিনি গোল্ডেন ডাকের শিকার হয়েছেন ১৩ বার।
ওয়াসিম আকরাম (পাকিস্তান)
পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তার মোট শূন্যের পরিমাণ ২৮ টি। এর মধ্যে গোল্ডেন ডাকের সংখ্যা ১৪ টি।
মাহেলা জয়বর্ধনে (শ্রীলংকা)
শ্রীলংকান এ গ্রেটের ওয়ানডে ক্যারিয়ারে শূন্য রানে আউট হয়েছেন মোট ২৮ বার। এর মধ্যে প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ৫ বার।
মুতিয়া মুরালিধরন (শ্রীলংকা)
লংকান ধ্রুপদী এ স্পিনারের ওয়ানডে ক্রিকেটে মোট ডাকের পরিমাণ ২৫ টি। এর মধ্যে গোল্ডেন ডাকের সংখ্যা ১৩ টি।
চামিন্দা ভাস (শ্রীলংকা)
এ তালিকার ষষ্ঠ স্থানে আছেন আরেক শ্রীলংকান পেসার চামিন্দা ভাস। ওয়ানডে ক্রিকেটে তিনি শূন্য রানে আউট হয়েছেন মোট ২৫ বার। যার মধ্যে গোল্ডেন ডাক মেরেছেন ১০ বার।
রমেশ কালুবিতারানা (শ্রীলংকা)
শীর্ষ ডাক মারা ব্যাটসম্যানের তালিকায় সপ্তম স্থানেও আছেন এক শ্রীলংকান। তার ওয়ানডে ক্রিকেটের ২৪ টি ডাকের পরিবর্তে গোল্ডেন ডাকের সংখ্যা ৮ টি।
ড্যানিয়েল ভেটোরি (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের এ অলরাউন্ডার তার ওয়ানডে জীবনের ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন। যেখানে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন ১০ বার।
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যারিবিয়ান এ মারকুটে ব্যাটসম্যান তার ওয়ানডে ক্যারিয়ারে মোট ২৩ বার ডাকের দেখা পেয়েছেন। যেখানে ৬ বার তিনি গড়েছিলেন গোল্ডেন ডাকের কীর্তি।
হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এ তালিকার দশ নাম্বারে আছেন। একদিনের আন্তর্জাতিকে তার মোট ডাকের পরিমাণ ২২ টি। যেখানে ৬ বার তিনি শিকার হয়েছেন গোল্ডেন ডাকের।
লেখকঃ উবায়দুর রহমান রাজু