যুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি সাক্ষীঃ হাটহাজারী ব্রিটিশ এয়ার ফিল্ড, চট্টগ্রাম

যুদ্ধ সোমবার, ০৪ মে ২০২০ ১০:৪৫:৩৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাটহাজারী ব্রিটিশ এয়ার ফিল্ডটি, যার পরতে পরতে জড়িয়ে আছে যুদ্ধের ভয়াবহতার স্মৃতি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪-৪৫ সালে এই বিমানবন্দরটি নির্মিত হয়। এটি মূলত ছিল একটি এয়ার ফিল্ড। এখানে 1st Combat Cargo Group এর অস্থায়ী সদর দপ্তর স্থাপিত হয়। এছাড়াও এখানে কিছুদিন ব্রিটিশদের 128th Army Communications System squadron এর সদর দপ্তরও ছিল।

১৯৪৫ সালের শুরুর দিকে এখানে এখানে অপেক্ষমান ইন্টারন্যাশনাল মিলিটারি জয়েন্ট স্পেশাল ফোর্সেস "দি চিন্দিতস (The Chindits)" দের নিয়ে নিয়ে আসা হয় এবং তাদের অস্থায়ী সদর দপ্তরে পরিণত করা হয়। এখান থেকে "চিন্দিতস" দের নিয়ে যাওয়া হত বার্মার ভেতর প্যারা ড্রপ করার জন্য। এছাড়াও এখানে ব্রিটিশ মিলিটারি কার্গো বিমান ও যুদ্ধ বিমানের জ্বালানী তেল ভরা হত।

যে সকল ব্রিটিশ মিলিটারি বিমান এখানে উঠানামা করেছে,সেগুলো হলঃ Douglas C-47 Skytrain , Curtiss C-46 Commando,Stinson Sentinels,Bristol Type 156 Beaufighter।

জুন, ১৯৪৫ সালের দিকে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়।

প্রতিটি ছবির বিবরণ ছবির সাথে সংযুক্ত করা হল।
সূত্রঃ ইন্টারনেট